Monday , May 21 2018
 • # ১৮ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী তৃণমূলের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অসীম ঘোষ পরাজিত। বিজেপির প্রার্থী কমলচন্দ্র সরকারের কাছে পরাজিত হন তিনি।
 • # জেলা পরিষদে চোপড়ার তিনটি আসনেই জয় পেল তৃণমূল কংগ্রেস
 • # ইটাহার পঞ্চায়েত সমিতির মোট ৩৫টি আসনের মধ্যে ইতিমধ্যেই ১৮টি আসনে জয় পেয়েছে তৃণমূল। ফলে এই পঞ্চায়েত সমিতিও দখল নিতে চলেছে তৃণমূল। ৩টি আসনে জয় পেয়েছে বিজেপিও।
 • # করণদিঘিতে মোট ৩৮টি আসনের মধ্যে ৩১টির ফল ঘোষণা হয়েছে। তারমধ্যে ২৫টিতে তৃণমূল জয়লাভ করেছে। ৬টিতে বিজেপি।
 • # কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট ২৪ টি আসনের মধ্যে তৃণমূল ১৩টি আসনে জয়লাভ করেছে। বিজেপি ১১টি আসন নিজেদের দখলে রেখেছে।
 • # চোপড়ার পঞ্চায়েত সমিতি দখল নিল তৃণমূল। মোট ২৪টি আসনের মধ্যে ২১টি পেয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে ৩টি।
 • # গোয়ালপোখর ১ পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল। ৪১ টি মোট আসনের মধ্যে ৩০টির ফল ঘোষণা হয়েছে। যার মধ্যে ২৮টি আসনেই জয় পেয়েছে তৃণমূল।
 • # উত্তর দিনাজপুর জেলার গ্রাম পঞ্চায়েতের ফলাফল দেখুন একনজরেঃ
 • # বীরঘই গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। ২৪টি আসনের মধ্যে ১৫টি পেয়েছে বিজেপি। ৭টি পেয়েছে তৃণমূল। ১টি আসন পেয়েছে নির্দল ও একটি আসন পেয়েছে কংগ্রেস।
 • # উত্তর দিনাজপুর জেলায় মোট ৯৮টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে এখনও পর্যন্ত ৬৪টি গ্রাম পঞ্চায়েতের গণনা সম্পন্ন হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই ৬৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে ৩৭টি। বিজেপি ১৫। সিপিএম ২। নির্দল ১। ত্রিশঙ্কু রয়েছে ৯টি।
 • # হেমতাবাদের চৈনগর, বিষ্ণুপুর ও নওদা গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল
 • # রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। মোট ১৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১০টি। তৃণমূল পেয়েছে ৫ টি।
 • # ত্রিশঙ্কু রায়গঞ্জ ব্লকের বিন্দোল জগদীশপুর গ্রাম পঞ্চায়েত। ভাতুন গ্রাম পঞ্চায়েতে জয় পেল তৃণমূল।
 • # কালিয়াগঞ্জ ব্লকের মোট ১৪৮টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৪টিতে জয়ী তৃণমূল। ২৪টি আসনে জয়ী বিজেপি। ৩টি আসনে জয়ী সিপিএম।
 • # রায়গঞ্জ ব্লকের রামপুর ও মহিপুর গ্রাম পঞ্চায়েত দখল নিল বিজেপি।।
Home > featured > সবুজের পথে হাতছানি দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা
সবুজের পথে হাতছানি দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

সবুজের পথে হাতছানি দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

Nblive ওয়েব ডেস্ক : ভ্রমণ বিলাসীদের জন্য সুখবর। সবুজের পথে হাতছানি দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। যাঁরা সবুজকে ভালোবাসেন তাঁরা পিছুটান ছেড়ে বেরিয়ে পড়তেই পারেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপো আপনার ইচ্ছে পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে। আয়োজন করেছে ডুয়ার্স, সুন্দরবন ও গঙ্গাসাগর ভ্রমণের। সংস্থার ঝা চকচকে বাসে চেপেই ঘুরে আসতে পারেন ডুয়ার্সের চোখ জুড়ানো সবুজ অরণ্য। কিংবা সেই ছোটবেলার সহজ পাঠের স্মৃতি নিয়ে দেখে আসতে পারেন জলে কুমির, ডাঙায় বাঘ আর সুন্দরী গাছের গহীন বন।

landscape_wm

সংস্থার রায়গঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা জানিয়েছেন, আপাতত এই ডিভিশনের মালদা ডিপো থেকেই সুন্দরবন-গঙ্গাসাগর এবং ডুয়ার্স ট্যুরের প্যাকেজ চালু করা হচ্ছে। বাসে নিয়ে যাওয়া থেকে শুরু করে খাওয়া, থাকা, বিভিন্ন সাইট সিয়িং - সবকিছুরই বন্দোবস্ত করা হবে সংস্থার পক্ষ থেকে। সুন্দরবন-গঙ্গাসাগর ট্যুরের (পাঁচ রাত্রি) জন্য রয়েছে ডিলাক্স প্যাকেজ । এই প্যাকেজে মাথা পিছু খরচ ৫৭০০ টাকা (খাওয়া ও থাকা ধরে)। যাত্রা শুরু ১৭ অক্টোবর। এই প্যাকেজে থাকছে একাধিক পাখিরালয়, বকখালি সমুদ্র সৈকত, কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর সহ আরও দর্শনীয় স্থান।
ডুয়ার্স ট্যুরের (৩ রাত্রি ৩ দিন) জন্য রয়েছে এসি প্যাকেজ। মাথাপিছু খরচ ৪৮০০ টাকা। যাত্রা শুরু ২৪ অক্টোবর। প্যাকেজে থাকছে গরুমারা জঙ্গল সাফারি, সামসিং, ঝালং, রকি আইল্যান্ড, চালসা সহ আরও মনরোম স্থান ঘুরে দেখার সুযোগ।
মালদা ডিপো থেকে চালু হওয়া এই প্যাকেজ ট্যুর সফল হলে রায়গঞ্জ ডিপো থেকেও এই ধরণের প্যাকেজ ট্যুর চালু করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন এনবিএসটিসি-র রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা।

Saha

আরও দেখুন

মহকুমা শাসককে নিগ্রহ করার অভিযোগে ধৃত দুই

মহকুমা শাসককে নিগ্রহ করার অভিযোগে ধৃত দুই

NBlive রায়গঞ্জঃ মহকুমা শাসককে হেনস্থা করার অভিযোগে দুই শিক্ষকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত …