Monday , May 21 2018
 • # ১৮ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী তৃণমূলের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অসীম ঘোষ পরাজিত। বিজেপির প্রার্থী কমলচন্দ্র সরকারের কাছে পরাজিত হন তিনি।
 • # জেলা পরিষদে চোপড়ার তিনটি আসনেই জয় পেল তৃণমূল কংগ্রেস
 • # ইটাহার পঞ্চায়েত সমিতির মোট ৩৫টি আসনের মধ্যে ইতিমধ্যেই ১৮টি আসনে জয় পেয়েছে তৃণমূল। ফলে এই পঞ্চায়েত সমিতিও দখল নিতে চলেছে তৃণমূল। ৩টি আসনে জয় পেয়েছে বিজেপিও।
 • # করণদিঘিতে মোট ৩৮টি আসনের মধ্যে ৩১টির ফল ঘোষণা হয়েছে। তারমধ্যে ২৫টিতে তৃণমূল জয়লাভ করেছে। ৬টিতে বিজেপি।
 • # কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট ২৪ টি আসনের মধ্যে তৃণমূল ১৩টি আসনে জয়লাভ করেছে। বিজেপি ১১টি আসন নিজেদের দখলে রেখেছে।
 • # চোপড়ার পঞ্চায়েত সমিতি দখল নিল তৃণমূল। মোট ২৪টি আসনের মধ্যে ২১টি পেয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে ৩টি।
 • # গোয়ালপোখর ১ পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল। ৪১ টি মোট আসনের মধ্যে ৩০টির ফল ঘোষণা হয়েছে। যার মধ্যে ২৮টি আসনেই জয় পেয়েছে তৃণমূল।
 • # উত্তর দিনাজপুর জেলার গ্রাম পঞ্চায়েতের ফলাফল দেখুন একনজরেঃ
 • # বীরঘই গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। ২৪টি আসনের মধ্যে ১৫টি পেয়েছে বিজেপি। ৭টি পেয়েছে তৃণমূল। ১টি আসন পেয়েছে নির্দল ও একটি আসন পেয়েছে কংগ্রেস।
 • # উত্তর দিনাজপুর জেলায় মোট ৯৮টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে এখনও পর্যন্ত ৬৪টি গ্রাম পঞ্চায়েতের গণনা সম্পন্ন হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই ৬৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে ৩৭টি। বিজেপি ১৫। সিপিএম ২। নির্দল ১। ত্রিশঙ্কু রয়েছে ৯টি।
 • # হেমতাবাদের চৈনগর, বিষ্ণুপুর ও নওদা গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল
 • # রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। মোট ১৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১০টি। তৃণমূল পেয়েছে ৫ টি।
 • # ত্রিশঙ্কু রায়গঞ্জ ব্লকের বিন্দোল জগদীশপুর গ্রাম পঞ্চায়েত। ভাতুন গ্রাম পঞ্চায়েতে জয় পেল তৃণমূল।
 • # কালিয়াগঞ্জ ব্লকের মোট ১৪৮টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৪টিতে জয়ী তৃণমূল। ২৪টি আসনে জয়ী বিজেপি। ৩টি আসনে জয়ী সিপিএম।
 • # রায়গঞ্জ ব্লকের রামপুর ও মহিপুর গ্রাম পঞ্চায়েত দখল নিল বিজেপি।।
Home > featured > প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিআইডি
প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিআইডি

প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিআইডি

প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিআইডি

প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিআইডি

NBlive রায়গঞ্জঃ ভোট কর্মীর রহস্য মৃত্যুর ঘটনার তদন্তের দায়ভার দেওয়া হলো সিআইডিকে। বুধবার যৌথ সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। বুধবার বিকেলে কর্ণজোরা বিবেকানন্দ সভাগৃহে যৌথ ভাবে এই সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক আয়েষা রানী ও পুলিশ সুপার শ্যাম সিংহ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজকুমার রায়ের সহযোগী বাকি পোলিং অফিসারেরা।

প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিআইডি

জেলা শাসক বলেন, বিডিওর কাছ থেকে প্রিসাইডিং অফিসারের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ আসে আমাদের কাছে। অন্যান্য পোলিং অফিসারদের থেকে আমরা জানতে পারি ওই বুথে পরিস্থিতি একদম স্বাভাবিক ছিল। তাঁদের থেকেই জানা যায়, উনি বুথ থেকে বেরিয়ে যান। এরপর মঙ্গলবার বিকেলে রেল সূত্রে জানতে পারি রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের সাথে দুর্ঘটনার কবলে পড়েছেন একজন। প্রাথমিক তদন্তের পর জানা যায় নিখোঁজ প্রিসাইডিং অফিসারই দুর্ঘটনার কবলে পড়েছেন। সরকারকে বিষয়টি জানানো হয়। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য।

প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিআইডি

এদিকে পুলিশ সুপার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মাধ্যমে ওই বুথে অশান্তি হয়েছে বলে যা রটানো হচ্ছে তা সত্যি নয় বলেও মন্তব্য করেন পুলিশ সুপার। তিনি জানান,ওই বুথে কর্মরত অন্যান্য পোলিং অফিসারদের সাথে কথা বলে জেনেছি সেখানে কোনও অশান্তি হয়নি। সিআইডি তদন্তেই আসল ঘটনা উঠে আসবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার শ্যাম সিংহ। এদিকে দীর্ঘক্ষণ থেকে জাতীয় সড়ক অবরোধ ও মহকুমা শাসককে হেনস্থার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক আয়েষা রানী।

প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিআইডি

আরও দেখুন

মহকুমা শাসককে নিগ্রহ করার অভিযোগে ধৃত দুই

মহকুমা শাসককে নিগ্রহ করার অভিযোগে ধৃত দুই

NBlive রায়গঞ্জঃ মহকুমা শাসককে হেনস্থা করার অভিযোগে দুই শিক্ষকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *