Home > featured > ধসে বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং
kalimpong - ধসে বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

ধসে বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

ওয়েব ডেস্ক: ১০ নম্বর জাতীয় সড়কে আবার ধস। রাতভর বৃষ্টির জন্য ধস নামল শিলিগুড়ি সিকিম গামী ১০ নম্বর জাতিয় সড়কে। গেইলখোলা ও ২৯ মাইলের মধ্যবর্তী স্থানে প্রায় ৫ মিটার রাস্তা ধসের কারনে নিশ্চিহ্ন হয়ে যায়। এরফলে প্রচন্ড বিপাকে পড়েন পর্যটক তথা সাধারন বাসিন্দারা। বিপর্যস্ত হয়ে পড়ে সড়ক যোগোযোগ৷ রাস্তার দু’ধারে এখনও আটকে বহু পর্যটক বোঝাই গাড়ি৷ পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু  করেছে পূর্ত কর্মীরা৷ ধসের জেরে বুধবার ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর খুলে দেওয়া হয় সেবকের রাস্তা৷ তবে, রাস্তা চালু হলেও বড় গাড়ি চলাচলের পরিস্থিতি এখনও তৈরি হয়নি৷ আপাতত ছোট গাড়ি সেবক দিয়ে চলানোর ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন৷

kalimpong - ধসে বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

তিস্তার গ্রাসে সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক৷ বৃহস্পতিবার দুপুরে বিপত্তি বাঁধে জাতীয় সড়ক ধসে গিয়ে ৷ জাতীয় সড়ক ধসে সিকিম ও কালিম্পংয়ের সঙ্গে শিলিগুড়ির সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে৷ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আটকে পড়েন বহু পর্যটক৷ তাঁদের ঘুরপথে নামিয়ে আনার চেষ্টা শুরু করেছে স্থানীয় প্রশাসন৷ তিস্তার গ্রাসে জাতীয় সড়কের ধার ঘেঁসে মাটি ধসে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তবে, যে ভাবে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাতে যে কোনও সময় এই পাহাড়ের অংশ ভেঙে আবার ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷

এর আগে মঙ্গলবার ভোরে সেবকের কাছে মংপংয়ে বিরাট ধস নামে৷ মংপংয়ের কাছে ৯ নম্বর জাতীয় সড়ক প্রায় ৪৫ মিটার বসে যায়৷ ফলে, ব্যাহত হয় সড়ক যোগাযোগ ব্যবস্থা৷ ধসের ফলে সেবক দিয়ে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স ও ভুটানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে অবস্থার হাল ফেরান জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …