Home > featured > বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক দুর্গাপুরে
raiganj hospital murg 660x330 - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক দুর্গাপুরে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক দুর্গাপুরে

Puspa 2 wm 300x225 - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক দুর্গাপুরে

Dhaka 300x188 - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক দুর্গাপুরে

Nblive রায়গঞ্জঃ  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হলো ইটাহার থানার দুর্গাপুর চিতোর গ্রামে। নিজের বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার। মৃত ওই মহিলার নাম মিনতি দাস বর্মন (২৬)। মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য।

globotel 1 295x300 - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক দুর্গাপুরে

জানা গেছে রবিবার সকালে মিনতি দেবীর স্বামী জমিতে কাজ করতে যাওয়ার পর ঘরের আলো নেভানোর জন্য বোর্ডে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। দুর্ঘটনার সময় তাঁর বাড়িতে অন্য কেউ না থাকায় ওই অবস্থাতেই বহুক্ষণ পড়ে ছিলেন মিনতি দেবী। এরপর তাঁর স্বামী জমি থেকে ফিরতেই স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত বাড়ির ইলেকট্রিকের কানেকশন বন্ধ করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকেই মিনতি দেবীকে মৃত বলে ঘোষণা করা হয়।

manasha 300x200 - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক দুর্গাপুরে

saha 300x188 - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক দুর্গাপুরে

আরও দেখুন

IMG 20190220 WA0000 310x165 - পথ দুর্ঘটনায় মৃত এক রায়গঞ্জে

পথ দুর্ঘটনায় মৃত এক রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গাড়ির ধাক্কায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে মৃত এক। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার …