Friday , January 19 2018
Breaking News
Home / featured / সাতসকালে নর্দমা থেকে উদ্ধার সদ্যজাতের দেহ

সাতসকালে নর্দমা থেকে উদ্ধার সদ্যজাতের দেহ

Nblive কোচবিহারঃ নার্সিংহোমের  কাপড় জড়ানো সদ্যজাত এক কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের স্টেশন মোড় এলাকায়।

বৃহস্পতিবার সকালে স্টেশন মোড় এলাকার নর্দমার মধ্যে পরে থাকতে দেখা যায় শিশু কন্যার মৃতদেহ।
টোটো স্ট্যান্ড লাগোয়া এলাকাতে নর্দমায় ওই শিশুর দেহ দেখতে পান প্লাস্টিক কুড়োতে আসা এক মহিলা।

এর পরেই বিষয়টি নজরে আসে পাশের স্থানীয়দের। মৃতদেহটি দেখতে ভিড় জমে যায় সেখানে। পরে কোতয়ালি থানার পুলিশকে খবর দিলে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

মৃতদেহটি জন্মের পরেই এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলেই সন্দেহ পুলিশের। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে বেশ কয়েকটি নার্সিংহোম রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার সাথে নার্সিংহোমের  কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও দেখুন

বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

Nblive করণদিঘিঃ ছেলের হাতে খুন হল বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বারুল …