Sunday , October 22 2017
Breaking News
Home / featured / ইসলামপুরে শুরু লীগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্ট

ইসলামপুরে শুরু লীগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্ট

Nblive ইসলামপুর:বুধবার থেকে ইসলামপুর হাই স্কুল ময়দানে শুরু হলো মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লীগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্ট।এদিন আনুষ্ঠানিক ভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইলাল আগরওয়াল।সংস্থার পক্ষে দেবাশীষ দত্ত জানান,আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।মোট ১৩টি দল অংশ নেয় এদিনের খেলায়।এদিন উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ইসলামপুরের পাইওনিয়ার্স ক্লাব বনাম আদিবাসী এস এস বি।

আরও দেখুন

ঝোড়ো হাওয়ায় জাতীয় সড়কের ওপর ভেঙে পড়ল আলোকসজ্জার গেট

Nblive আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে আজ প্রায় ৯’টা নাগাদ ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়লো আলোকসজ্জার …