Tuesday , October 24 2017
Breaking News
Home / featured / কালিপূজায় বালুরঘাট ক্লাবের মূল আকর্ষণ

কালিপূজায় বালুরঘাট ক্লাবের মূল আকর্ষণ

Nblive বালুরঘাটঃ  কালী পূজায় বালুরঘাট ক্লাবের পূজা মন্ডপ তৈরি হচ্ছে মাদুর দিয়ে। প্রায় ৬০ ফিট উচু ও ৪০ ফিট চওরা এই প্যান্ডেলে থাকছে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য । মূলত হস্তশিল্পকে তুলে ধরতে স্থানীয় শিল্পীদের কাজে লাগিয়ে মাদুর এর উপর পাট,বেত, চামুচ, কদবেল, বনবেগুন ও কামরাঙা দিয়ে বিভিন্ন কারুকার্যের সাহায্যে ফুটিয়ে তোলা হচ্ছে এই মন্ডপ। প্রতিমার থিমে থাকছে অশ্বত্থ উপরে কালী প্রতিমা ও উরি হামলায় বীর সৈনিকদের শ্রদ্ধা জানানো হবে।
ক্লাবের পূজা এবার ৫৫ বছরে পা দিল। পূজার দিন দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য কুশমুন্ডির মুখা নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পূজা উপলক্ষে মাঠের চার পাশে বসেছে মেলাও।

আরও দেখুন

‘চোপ! অসভ্যতা চলছে’, ফেসবুক কান্ড নিয়ে মিছিল তৃণমূলের, বালুরঘাটে শুরু রাজনৈতিক তরজা

Nblive বালুরঘাটঃ চোপ!! অসভ্যতা চলছে। বালুরঘাট ফেসবুক কান্ডের প্রতিবাদে এমনই ব্যানার হাতে বিক্ষোভ মিছিলে সামিল …