Home > জেলার খবর > ইসলামপুর > হোয়াটস অ্যাপে প্রশ্নোত্তর সরবরাহ করে আটক তিন ইসলামপুরে

হোয়াটস অ্যাপে প্রশ্নোত্তর সরবরাহ করে আটক তিন ইসলামপুরে

 

NBlive ইসলামপুরঃ হোয়াটস অ্যাপে প্রশ্নপত্র ফাস করে আটক দুই পরীক্ষার্থী। একইসাথে দুই ছাত্রকে উত্তর সরবরাহ করার অভিযোগে আটক এক শিক্ষকও। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শিক্ষকের নাম মেহেবুব আলম। সে দাসপাড়া হাইস্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক। এদিকে আটক দুই পরীক্ষার্থীর নাম সিদ্দিক ইসলাম ও মাসুল করিম। ইসলামপুর মিলনপল্লী হাইস্কুল ও ভুজগাঁও হাইস্কুলে এই দুই পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের পরীক্ষা চলছিল এদিন। অভিযোগ, সেই সময়, ইসলামপুর মিলনপল্লী হাইস্কুল ও ভুজগাঁও হাইস্কুলের দুই পরীক্ষার্থী হোয়াটস অ্যাপে প্রশ্নপত্র শিক্ষক মেহেবুব আলমকে পাঠায়। এরপর ওই শিক্ষক প্রশ্ন মোতাবেক উত্তরের যোগান দেন। পরীক্ষকের চোখে ঘটনাটি পড়তেই পুলিশকে খবর দেওয়া হয়। এরপরেই পুলিশের জেরায় বিষয়টি উঠে আসে। প্রশ্নপত্র ফাস চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ।

 

আরও দেখুন

LIVE: ভোট গণনা শুরু রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গণনা শুরু রায়গঞ্জে। চতুর্মুখী লড়াইয়ে সব পক্ষেই জেতার বিষয়ে আশাবাদী। তবে …