Home > featured > হাসপাতালে শুয়েই ইংরেজি পরীক্ষা ছাত্রীর

হাসপাতালে শুয়েই ইংরেজি পরীক্ষা ছাত্রীর

 

NBlive রায়গঞ্জঃ বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম হয়েছিলেন ইসলামপুরের ধনতলা স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী নিজহাত বেগম। বুধবার জখম ওই ছাত্রী হাসপাতালের বেডে শুয়েই ইংরেজি পরীক্ষা দিলেন। ওই ছাত্রীর পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা এদিন করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

জানা গেছে,পাঁচ রসিয়া হাইস্কুল থেকে গতকাল বাংলা পরীক্ষা দিয়ে এক আত্মীয়ের মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন নিজহাত। বাড়ি ফেরার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পরে তাঁদের মোটরবাইকটি। গুরুতর জখম অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এদিন ভেন্যুতে পৌঁছে পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতি ওই ছাত্রীর না থাকায় হাসপাতালে বসেই পরীক্ষা দেন তিনি ।

 

আরও দেখুন

উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যম

    NBlive ইসলামপুরঃ উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। ব্যাপক বোমাবাজির অভিযোগ মাদারিপুর এলাকায়। খবর …