Home > featured > 'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা
'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা

'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা

'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা

NBlive ওয়েব ডেস্কঃ জল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করলেন তৃণমূলের প্রাক্তন তারকা নেতা তথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন তিনি। তাঁর নতুন আঞ্চলিক দলের নাম 'হামরো সিকিম পার্টি'।

'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্যুইট করে তৃণমূল কংগ্রেস দল থেকে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন বাইচুং ভুটিয়া। এরপর থেকেই তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে ছিল পশ্চিমবঙ্গ তথা সিকিমের রাজনৈতিক মহলে। বিজেপিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা শুরু হয়েছিল। পাশাপাশি সিকিমের প্রধান বিরোধী দল সিকিম ক্রান্তিকারি মোর্চা সহ রাজ্যের অন্যান্য বিরোধী দল গুলিও বাইচুংকে তাঁদের দলে টানতে মরিয়া চেষ্টা চালায়।

'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা

কিন্তু বৃহস্পতিবার সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করার ঘোষণা করলেন বাইচুং। সিকিম ছেড়ে দিল্লিতে এই ঘোষণা করার পেছনে কারণ দর্শিয়ে বাইচুং-য়ের দাবী, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মিডিয়া তেমন ভাবে পৌঁছায় না। সেখানকার খবরও তেমন হয়না। ফলে সিকিমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে জানাতেই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত।

'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা

বাইচুংয়ের অভিযোগ, বাইরে থেকে সিকিমকে দেখতে সুন্দর মনে হলেও রাজ্যের পরিস্থিতি খারাপ। উচ্চ শিক্ষার অবস্থা খারাপ। রাস্তাঘাটও নেই বললেই চলে। দুর্নীতিতে ভরে গিয়েছে সরকার। ফলে সিকিমের সত্যিকারের উন্নয়নের তাগিদেই এই দল তৈরির প্রধান উদ্দেশ্য। মূলত সিকিমের যুব ও মহিলাদের নিয়ে তৈরি হবে হামরো সিকিম পার্টি। চিকিৎসক, শিক্ষক সহ সবধরণের পেশার মানুষেরাই এই দলে যোগ দিতে নিজেদের পেশা ছেড়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন বাইচুং। দলের সভাপতি কে হবেন সেটাও সর্বসম্মতিতে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন বাইচুং ভুটিয়া।

'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা

আগামী বছরই সিকিমে বিধানসভা নির্বাচন। এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচন। ফলে এই দুই ভোটকে মাথায় রেখেই যে বাইচুং-এর দল লড়াইয়ের ময়দানে নামতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ফলে আগামী দুই নির্বাচনে বাইচুং ভুটিয়ার এই নয়া দল ঘোষণায় যে সিকিমের বিরোধী রাজনৈতিক দলগুলি চাপে পড়তে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

'হামরো সিকিম পার্টি', নতুন রাজনৈতিক দল গড়লেন বাইচুং, টার্গেট আসন্ন বিধানসভা

আরও দেখুন

উৎসবে মাতল কংগ্রেস নেতৃত্ব, আতসবাজি রায়গঞ্জে

উৎসবে মাতল কংগ্রেস নেতৃত্ব, আতসবাজি রায়গঞ্জে

  NBlive রায়গঞ্জঃ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল এখনও পুরোপুরি সামনে আসেনি। তবে ভোট গণনা যতই …