Home > featured > স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা
WhatsApp Image 2018 09 01 at 2.48.16 PM 660x330 - স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

mela 300x180 - স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Puspa 2 wm 300x225 2 300x225 - স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Dhaka 300x188 300x188 - স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

NBlive জলপাইগুড়িঃ আগামী ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ির স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ সেপ্টেম্বর দিল্লিতে স্বপ্নাকে দেওয়া হবে খেল দফতরের পক্ষ থেকে সম্বর্ধনা। শনিবার স্বপ্নার জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ার বাড়িতে যান দার্জিলিঙের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেন্দর সিং অহলুওয়ালিয়া।

globotel 1 295x300 295x300 - স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

saha 300x188 300x188 - স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

সেখানে পৌঁছে স্বপ্নার মায়ের সাথে কেন্দ্রীয় ক্রিড়া ও যুবকল্যান মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের সাথে টেলিফোনে কথা বলান সাংসদ। তখনই জানা যায়, কেন্দ্রের পক্ষ থেকে আগামী ৪ সেপ্টেম্বর স্বপ্নাকে দিল্লিতে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি ৫ সেপ্টেম্বর স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে স্বপ্নার জয়ের জন্য পুরষ্কার হিসেবে ৩০ লক্ষ টাকা ও কেন্দ্রীয় সরকারের যে কোনও দফতরে চাকরি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে স্বপ্নাকে বলে জানা গিয়েছে। কেন্দ্রের এমন আশ্বাসে খুশি স্বপ্নার মা বাসনা বর্মন।

Balaka Nblive 300x188 - স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

consumer 300x188 - স্বপ্নার সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী, ৩০ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …