Home > featured > স্কুলে ঢুকে শিক্ষককে মারধর, ভাঙচুরের অভিযোগ

স্কুলে ঢুকে শিক্ষককে মারধর, ভাঙচুরের অভিযোগ

 

NBlive রায়গঞ্জঃ ক্রিকেট ব্যাটের আঘাতে এক ছাত্রীর আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো ইসলামপুর মহকুমার গোয়ালপোখর থানার নন্দঝার হাইস্কুলে। স্কুলে ভাঙচুর চালানোর পাশাপাশি এক শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে আহত ছাত্রীর পরিজনদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে গোয়ালপোখর থানার পুলিশ। আহত শিক্ষককে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার টিফিনের সময়ে কিছু পড়ুয়া ক্রিকেট খেলছিল। সেইসময় হাত থেকে ফসকে যাওয়া ক্রিকেট ব্যাটের আঘাতে আহত হন ওই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী। স্কুল কর্তৃপক্ষের দাবী, ঘটনার পরেই আহত ছাত্রীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই ছাত্রীর পরিজনদের অভিযোগ, চিকিৎসা না করিয়ে ছাত্রীকে স্কুলেই বসিয়ে দেওয়া হয়।

এই অভিযোগ তুলেই এদিন সকালে আহত ছাত্রীর পরিজনেরা স্কুলে ভাঙচুর চালায় বলে স্কুল কর্তৃপক্ষের দাবী। ঘটনায় এক শিক্ষক আহত হন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে স্কুলে পৌঁছায় পুলিশ। উত্তেজনা সামাল দেন তাঁরা।

 

আরও দেখুন

উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যম

    NBlive ইসলামপুরঃ উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। ব্যাপক বোমাবাজির অভিযোগ মাদারিপুর এলাকায়। খবর …