Home > featured > স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল
Screenshot 2018 02 06 15 49 22 1 660x330 - স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল

স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল

Puspa 2 wm 300x225 - স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল

Nblive স্কটল্যান্ডঃ স্কটল্যান্ড এর রাজধানী এডিনবরা এবার প্রথম সরস্বতী পুজো উৎসবে মেতে উঠলো। গত ৩ ফেব্রুয়ারি শহরের শতাধিক বাঙালির সক্রিয় যোগদানে গিলমারটন সোসাইটি হল হয়ে উঠলো পশ্চিমবঙ্গের কোনও এক বিদ্যালয় প্রাঙ্গন।

Dhaka 2 300x188 - স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল

কচি-কাঁচাদের হাতে খড়ি, বসে আঁকো থেকে শুরু করে দেয়াল পত্রিকা, ক্যুইজ, নাটক, গান, কবিতা পরিবেশনের মধ্যে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই ফিরে পেলেন তাঁদের ছোটবেলা। এছাড়া ছিল মাটির ভাঁড়ে চা, ঝালমুড়ি, ঘুগনি, পায়েস আর ভুরিভোজের আয়োজন।

globotel 1 295x300 - স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল

মাটির তৈরি সুন্দর সরস্বতী মা-এর প্রতিমার জন্য অনুদান দিয়েছে ওয়েলস পুজো কমিটি। এই পুজোর পুরোহিত ছিলেন আঠারো বছরের মেধাবি এক কিশোর দেবার্ঘ্য চক্রবর্তী।

saha 300x188 - স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল

 

  • Screenshot 2018 02 06 15 49 22 1 1 630x450 - স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল
    চিত্রগ্রহণঃ অরিন্দম বসু

 

চিত্রগ্রহণঃ অরিন্দম বসু (স্কটল্যান্ড)

আরও দেখুন

IMG 20190214 WA0005 310x165 - বাইকের চাকায় পিষ্ট মুরগী, বচসা, গুলিবিদ্ধ এক ইসলামপুরে

বাইকের চাকায় পিষ্ট মুরগী, বচসা, গুলিবিদ্ধ এক ইসলামপুরে

  NBlive রায়গঞ্জঃ মোটরবাইকের চাকায় পিষ্ট হয়ে মুরগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি। এলাকায় ব্যাপক …