Home > featured > সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা
IMG 20180723 WA0005 660x330 - সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা

সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা

Puspa 2 wm 300x225 300x225 - সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা

Dhaka 300x188 300x188 - সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা

 

NBlive রায়গঞ্জ, মালদাঃ সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে ফের একবার পথে নামলেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন। সোমবার এই নিয়ে রায়গঞ্জে একটি মিছিলের আয়োজন করে জেলা প্রশাসন। মিছিলে পা মেলান জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রায়গঞ্জ পুরসভার পুরপতি সহ জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। মিছিলে দেখা গিয়েছে স্কুল কলেজ পড়ুয়াদেরও। এদিন মিছিলটি শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড়ে গিয়ে শেষ হয়। যাত্রী সুরক্ষা ও দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই মূলত এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সাধারণকে সতর্ক করতে লিফলেট বিলিও করা হয়েছে এদিন।

globotel 1 295x300 - সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা

saha 300x188 - সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা

এদিকে এদিন থেকেই মালদা জেলাতেও শুরু হল সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান। এদিন দুর্গা কিঙ্কর অডিটোরিয়ামে জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় । জাতীয় সড়ক এমনকি রাজ্য সড়কগুলিতে দুর্ঘটনায় মৃত্যু ও আঘাতের সংখ্যা কমানোর জন্য চেতনা মূলক কর্মসূচি, বিদ্যালয় শিক্ষা কর্মসূচি, ওয়াচ টাওয়ার নির্মাণ ইত্যাদি নিয়ে একটি রূপরেখা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে । এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ অন্যান্যরা।

manasha 300x200 - সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা

Balaka Nblive 300x188 - সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথে প্রশাসনিক কর্তারা

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …