Home > featured > সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা
IMG 20180810 WA0002 660x330 - সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

puspa 300x188 - সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

Dhaka 300x188 - সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

NBlive বালুরঘাটঃ জন্মের পর থেকে হাসপাতালে ঠাই সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। নার্স আয়াদের কোলেপিঠে বড় হতে থাকা শিশুটিকে নিয়েই আবেগ দক্ষিণ দিনাজপুর জেলার গংগারামপুর মহকুমা হাসপাতালে। আগামীতে এভাবে ছেলেটিকে বড় করে তুলতে চান স্বাস্থ্য কর্মী থেকে হাসপাতালের অনান্যরা।

globotel 1 295x300 - সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

জানাগেছে, মালদহ জেলার গাজলের বাসিন্দা রেহেনা পারভিন মানসিক ভারসাম্যহীন। মাস সাতেক আগে গাজল এলাকার এক গ্রামের রাস্তায় পরেছিলো সে। প্রচণ্ড পেট ব্যাথায় কাতর অন্তঃস্বত্বা ওই মানসিক ভারসাম্যহীনকে কয়েকজন নিয়ে আসে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। এখানেই সে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছিলো। মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওই মহিলার স্থায়ী ঠিকানা হয় গংগারামপুর হাসপাতালের মানসিক বিভাগ। তার পুত্র সন্তানটিই সেখানকার নার্স,আয়া, চিকিৎসক ও অনান্য স্বাস্থ্য কর্মীদের কোলেপিঠে বড় হচ্ছে।

consumer 300x188 - সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

হাসপাতাল কতৃপক্ষ শিশু পুত্রের নাম দিয়েছে সাহেব। তার বয়স এখন সাত মাস। বৃহস্পতিবার কতৃপক্ষই সাহেবের অন্নপ্রাশন অনুষ্টানের আয়োজন করেন সুপার স্পেশালিটি হাসপাতালের পঞ্চমতলায়। উপস্থিত ছিল হাসপাতাল সুপার অমলকৃষ্ণ রায়, গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জীব মিত্র সহ হাসপাতালের অনান্য বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। সেখানে ভোজনের পাশাপাশি শিশুটিকে নানাবিধ উপহার দেন সকলে।

saha 300x188 - সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

হাসপাতাল সুপার অমলকৃষ্ণ রায়, চিকিৎসক অভিজিৎ ভৌমিক বলেন, জন্মের পর থেকে শিশুটি তাদের ত্তত্বাবধানে। নিজেদের সন্তান হয়েগেছে সে। তার ভালোমন্দর দিকে নজর রয়েছে সকলের। ছেলেটিকে সঠিক ভাবে বড় করে তোলার পাশাপাশি একজন মানুষ হিসেবে গড়তে চান তারা।

Balaka Nblive 300x188 - সাত মাসের শিশু পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

আরও দেখুন

IMG 20190217 WA0002 310x165 - নির্বাচনের আগে বক্তার খোঁজে ডিওয়াইএফআই, চলছে বক্তৃতা আড্ডা পিকনিক

নির্বাচনের আগে বক্তার খোঁজে ডিওয়াইএফআই, চলছে বক্তৃতা আড্ডা পিকনিক

  NBlive রায়গঞ্জঃ লোকসভা ভোটের আগে ভালো বক্তার খোঁজে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। বনভোজনকে সামনে …