Home > featured > শিলিগুড়িতে চালু হল পাশপোর্ট সেবা কেন্দ্র, উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী আলুয়ালিয়া

শিলিগুড়িতে চালু হল পাশপোর্ট সেবা কেন্দ্র, উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী আলুয়ালিয়া

NBlive শিলিগুড়িঃ দীর্ঘ প্রতিক্ষার পর শিলিগুড়িতে চালু হল পাশপোর্ট সেবা লঘু কেন্দ্র। শনিবার শিলিগুড়ির হিমাচল বিহারে এই কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে। এদিন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে কেন্দ্রটির উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসএস আলুয়ালিয়া।

উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, শিলিগুড়িতে একটি পাশপোর্ট সেবা কেন্দ্র হোক। আলুয়ালিয়া বলেন, “এটা আমাদের ডিজিটাল ইণ্ডিয়া গড়ার একটি অংশ। এর আগে এই অঞ্চলের মানুষ নানারকম সমস্যার সম্মুখীন হয়েছেন।

কিন্তু এই কেন্দ্র খোলার সাথে সাথে সব সমস্যার সমাপ্তি ঘটল।”
অশোক ভট্টাচার্য বলেন, “শিলিগুড়ি একাধিক বৈদেশিক সীমান্তের করিডোর। এটা উত্তরবঙ্গের মানুষের জন্য ভীষণ সহায়ক হবে।”

আরও দেখুন

উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যম

    NBlive ইসলামপুরঃ উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। ব্যাপক বোমাবাজির অভিযোগ মাদারিপুর এলাকায়। খবর …