Home > featured > যুগ্ম প্রশাসক হিসেবে রায়গঞ্জ পৌরসভায় কাজ শুরু করলেন অমল আচার্য
IMG 20160921 WA0026 wm - যুগ্ম প্রশাসক হিসেবে রায়গঞ্জ পৌরসভায় কাজ শুরু করলেন অমল আচার্য

যুগ্ম প্রশাসক হিসেবে রায়গঞ্জ পৌরসভায় কাজ শুরু করলেন অমল আচার্য

Nblive ওয়েব ডেস্কঃ প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার রায়গঞ্জ পৌরসভায় কাজ শুরু করলেন অমল আচার্য। এদিন দুপুরে রায়গঞ্জ পৌরসভায় হাজির হন তিনি।  তৃণমূলের সব সংগঠনের পক্ষ থেকে অমল বাবুকে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে  সম্বর্ধনা দেওয়া হয়। এদিন অমল বাবু জানান, সামনেই বাঙালির উৎসব দুর্গাপূজা। তাই পূজার মুখে শহরের নাগরিক পরিষেবায় যেন কোনওরকম ব্যাঘাত না ঘটে এখন সেই দিকেই বিশেষ নজর দেওয়া হবে। এছাড়াও বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দিকেও লক্ষ্য রাখা হচ্ছে।
পৌর এলাকায় সাফাই কাজ, রাস্তা ঘাট মেরামতি ইত্যাদিও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে। সম্বর্ধনা অনুষ্ঠানের শেষে অমল বাবু পৌরসভার প্রতিটি বিভাগীয় দফতরের প্রধানদের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

Saha 300x200 - যুগ্ম প্রশাসক হিসেবে রায়গঞ্জ পৌরসভায় কাজ শুরু করলেন অমল আচার্য

আরও দেখুন

IMG 20190218 WA0003 310x165 - গ্রেপ্তার বাম বিধায়ক, থানায় দেখা করলেন সিপিএম সাংসদ ও বিজেপি নেতা

গ্রেপ্তার বাম বিধায়ক, থানায় দেখা করলেন সিপিএম সাংসদ ও বিজেপি নেতা

  NBlive রায়গঞ্জঃ ইসলামপুর থানায় ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজের সাথে দেখা করতে গেলেন …