Home > featured > মুর্শিদাবাদ বাস দুর্ঘটনার জের, উত্তর দিনাজপুরে বাস চালকদের ফোন ব্যবহারে জারি করা হলো নিষেধাজ্ঞা
IMG 20180130 WA0001 wm 660x330 - মুর্শিদাবাদ বাস দুর্ঘটনার জের, উত্তর দিনাজপুরে বাস চালকদের ফোন ব্যবহারে জারি করা হলো নিষেধাজ্ঞা

মুর্শিদাবাদ বাস দুর্ঘটনার জের, উত্তর দিনাজপুরে বাস চালকদের ফোন ব্যবহারে জারি করা হলো নিষেধাজ্ঞা

Puspa 2 wm 300x225 - মুর্শিদাবাদ বাস দুর্ঘটনার জের, উত্তর দিনাজপুরে বাস চালকদের ফোন ব্যবহারে জারি করা হলো নিষেধাজ্ঞা

Nblive রায়গঞ্জঃ মুর্শিদাবাদে ভয়ঙ্কর বাস দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই বাস চালকদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তৃণমূল শ্রমিক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার সকালে বাস টার্মিনাসে এই বিষয়ে নোটিশ টাঙিয়ে বাস চালকদের এই নিয়োম মেনে চলার বার্তা পৌঁছে দেন সংগঠনের নেতা কর্মীরা। এই নিয়োম না মানলে সংগঠনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় নোটিশে।

Dhaka 2 300x188 - মুর্শিদাবাদ বাস দুর্ঘটনার জের, উত্তর দিনাজপুরে বাস চালকদের ফোন ব্যবহারে জারি করা হলো নিষেধাজ্ঞা

আইএনটিটিইউসি জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, আমরা জানতে পেরেছি মুর্শিদাবাদের ঘটনায় চালক বাস চালানোর সময় ফোনে কথা বলছিলেন। চালকের ভুলেই এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে। তাই এই জেলায় কখনও যেন এমন দুর্ঘটনার কবলে সাধারণকে না পড়তে হয় তাই আগে থাকতেই বাস চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

globotel 1 295x300 - মুর্শিদাবাদ বাস দুর্ঘটনার জের, উত্তর দিনাজপুরে বাস চালকদের ফোন ব্যবহারে জারি করা হলো নিষেধাজ্ঞা

তিনি আরও বলেন, বাস চালানোর সময় চালকের ফোন কন্ডাকটরের কাছে জমা রাখতে হবে চালককে। খুব প্রয়োজনীয় ফোন এলে বাসস্টপে দাঁড়িয়ে ফোনে কথা বলতে পারবেন চালক। নিয়োম অমান্য করলে চালককে বরখাস্ত করা হবে। এদিকে শ্রমিক সংগঠনের এমন নির্দেশকে স্বাগত জানিয়েছে বাস মালিকদের সংগঠন। সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

saha 300x188 - মুর্শিদাবাদ বাস দুর্ঘটনার জের, উত্তর দিনাজপুরে বাস চালকদের ফোন ব্যবহারে জারি করা হলো নিষেধাজ্ঞা

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …