Home > featured > মুক্তাঙ্গন নাট্যোৎসব উপলক্ষে রায়গঞ্জে প্রথম স্ট্রিট আর্ট

মুক্তাঙ্গন নাট্যোৎসব উপলক্ষে রায়গঞ্জে প্রথম স্ট্রিট আর্ট

NBlive রায়গঞ্জ স্টেশনের সামনে আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ উত্তরবঙ্গ মুক্তাঙ্গন নাট্যোৎসব। উদ্যোগে তরুণ নাট্য সমাজ, রায়গঞ্জ।

দুদিনের এই নাট্যোৎসব উপলক্ষে স্টেশনের প্রবেশপথ ঘড়ি মোড় সাজানো হয়েছে স্ট্রিট আর্টের মাধ্যমে। তরুণ নাট্য সমাজের সদস্য প্রসেনজিৎ দাস, বিজয় চক্রবর্তী ও চিত্রশিল্পী সন্দীপ সরকারের তত্ত্বাবধানে শহরে প্রথম স্ট্রিট আর্টের সূচনা হল এই নাট্যোৎসবের মধ্যে দিয়ে৷

দুদিনের এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছয়টি নাট্য দল।

১৬ মার্চ (সন্ধ্যা ৬টা), শনিবারের নাট্যসূচী-

সূচনা (বগুলা) প্রযোজিত নাটক “পুঁটি রামায়ণ”
তরুণ নাট্য সমাজ (রায়গঞ্জ) প্রযোজিত নাটক “আদাব”
যাত্রিক (কালিয়াগঞ্জ) প্রযোজিত নাটক “দর্পচূর্ণ”

১৭ মার্চ (সন্ধ্যা ৬ঃ৩০টা), রবিবারের নাট্যসূচী-

অনুভব নাট্য সংস্থা (কোচবিহার) প্রযোজিত নাটক “দরিদ্র নারায়ণ সেবা”
বিবেকানন্দ নাট্যচক্র (রায়গঞ্জ) প্রযোজিত নাটক “ভয় পাওয়া ও ভয় তাড়ানো সম্বন্ধীয় কতিপয় সংলাপ,
আগামী (মালদা) প্রযোজিত নাটক “গম্ভীরা- an ode to nana”

শহরের সমস্ত স্তরের মানুষ যেন এই নাট্যোৎসব সমান ভাবে উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে অবাধ প্রবেশেই অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।

আয়োজনের বিপুল ব্যয়ভার বহন করছেন আপনারাই? প্রশ্নের উত্তরে সংস্থার সম্পাদক দীপাঞ্জন ঘটক জানান,
“ শহর, রাজ্য এবং রাজ্যের বাইরে থাকা নাট্যপ্রেমী মানুষেরাই আমাদের অনবরত উৎসাহ যোগাচ্ছেন আর্থিকভাবে। মানুষের নাট্যোৎসব আয়োজিত হচ্ছে মানুষেরই অনুপ্রেরণায়। তরুণ নাট্য সমাজ ব্যবস্থাপক মাত্র।”

সকলের উপস্থিতি প্রার্থনা করে আয়োজক সংস্থার সভাপতি অরূপ মিত্র বলেছেন, “ পর্বত যখন মহম্মদের কাছে যায় না, তখন মহম্মদকেই পর্বতের কাছে আসতে হয়৷ সমাজের যে অংশের মানুষ কখনও থিয়েটার হলে যাবেন না, তাদের কাছে থিয়েটারকে পৌঁছে দেবার জন্য আমাদের এই উদ্যোগ”।

 

 

আরও দেখুন

LIVE: ভোট গণনা শুরু রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গণনা শুরু রায়গঞ্জে। চতুর্মুখী লড়াইয়ে সব পক্ষেই জেতার বিষয়ে আশাবাদী। তবে …