Home > featured > বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ঘনীভূত হচ্ছে রহস্য
hanging 660x330 - বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ঘনীভূত হচ্ছে রহস্য

বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ঘনীভূত হচ্ছে রহস্য

Puspa 2 wm 300x225 - বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ঘনীভূত হচ্ছে রহস্য

Nblive শিলিগুড়িঃ বিকেল থেকে বেশ কয়েকঘন্টা নিখোঁজ থাকার পর বাড়ির ছাদে ঝুলন্ত দেহ উদ্ধার এক শিশুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির জনতানগর এলাকায়।

Dhaka 2 300x188 - বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ঘনীভূত হচ্ছে রহস্য

জানা গেছে, রাজেন্দ্র প্রসাদ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল জুলি মাহাতো। বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাছিল না। বাধ্য হয়ে ভক্তিনগর থানায় নিখোঁজ ডায়েরি করে ওই শিশুর পরিবার। এরপর রাত তিনটা নাগাদ বাড়ির ছাদে একটি মোবাইলের টাওয়ারের নীচে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় জুলির মৃতদেহ।

saha 300x188 - বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ঘনীভূত হচ্ছে রহস্য

রাতেই দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর,ওই শিশুর দেহে একাধিক স্থানে ক্ষতচিহ্ন মিলেছে। মুখে ও ঠোটে দাগও রয়েছে।

globotel 1 295x300 - বাড়ির ছাদ থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ঘনীভূত হচ্ছে রহস্য

শুক্রবার খুনের ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ। জানা গেছে, ওই বাড়িতে মোট ১১টি পরিবার ভাড়া থাকতো। এদিন তদন্তে নেমে প্রায় সকলকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনার আসল কারণ জানতে নিয়ে আসা হয় পুলিশ কুকুরও। তবে খুনের ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি। ওই বাড়ির ২৪জন পুরষকেই থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …