NBlive বালুরঘাটঃ গত ৩ আগস্ট তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিউড়ির প্রকাশ্য সভা থেকে খুনের হুমকি দিয়েছে বীরভূমের বিজেপি নেতা নির্মল মন্ডল এরপরই বারাসাত থানায় ওই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল। এই ঘটনাকে সামনে রেখেই সোমবার বালুরঘাটেও একই অভিযোগ দায়ের করা হলো।
জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক শক্তি পরীক্ষায় আগামী ৭ আগষ্ট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একটি বিরাট জনসভার ডাক দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। সেখানে দেড় লক্ষ মানুষের জমায়েতের পাশাপাশি সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বক্সী, নেতা তথা ফিরহাদ হাকিমের ও সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় উপস্থিত থাকবেন। সেখানেই তার প্রাণনাশের আশঙ্কায় এই অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানায়।
অভিযোগকারী দেবপ্রীয় সমাজদার তৃণমূলের সক্রিয় নেতা তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আপ্ত সহায়ক পদে রয়েছেন। পুলিশের কাছে জমা করা লিখিত অভিযোগে তিনি জানান, আগামী ৭ আগস্ট বালুরঘাটে একটি বিরাট জন সভার ডাক দিয়েছে তৃণমূল। সেখানে সর্বভারতীয় যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। কিন্তু ওই সভায় তাঁদের নেতার প্রাণনাশের আশঙ্কা থাকছে। বীরভূমের বাসিন্দা অভিযুক্ত নির্মল চন্দ্র মন্ডলের লোকেরা তাঁদের নেতাকে এই সভায় প্রানহানী করতে পারে বলে
আশঙ্কা। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ যাতে আগাম ব্যবস্থা নেয় সেই আবেদন করা হয়েছে অভিযোগে।