Home > featured > বন্ধুর জন্য ইমোশনাল ছবি পোষ্ট সোনালী বেন্দ্রের
বন্ধুর জন্য ইমোশনাল ছবি পোষ্ট সোনালী বেন্দ্রের

বন্ধুর জন্য ইমোশনাল ছবি পোষ্ট সোনালী বেন্দ্রের

NBlive অপরাজিতা জোয়ারদারঃ

৫ই আগস্ট বিশ্ব জুড়ে বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হয়। বন্ধুত্বের নানা রঙের কোলাজ স্যোশাল মিডিয়ায় পোষ্ট করতে ব্যস্ত সকলে। বলিউডের সেলেবরা স্যোশাল মিডিয়ার ট্রেন্ডসেটার - তা বলাই যায়। এরই মাঝে সবচাইতে ইমোশনাল পোষ্ট নিজের বন্ধুদের জন্য করলেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সম্প্রতি তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে স্তম্ভিত বলিউড। কিন্তু তাকে সবরকম ভাবে এর মোকাবিলায় সাহস দিতেও পিছুপা হননি কেউই। বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসা করাতে গিয়েছেন সোনালি বেন্দ্রে। কিন্তু তাতে বন্ধুত্ব দিবস পালনে খামতি করেননি তিনি। আজ সোনালী বেন্দ্রে তার ইনস্টাগ্রামে প্রিয় বন্ধু সুজান খান ও গায়েত্রী ওবেরয়-এর সাথে ছবি পোষ্ট করলেন। আর এই ছবিতে ক্যামেরা পার্সনের ভূমিকায় ছিলেন সুজান খানের প্রাক্তন স্বামী হৃতিক রোশন। এদিন সোনালি বেন্দ্রে লেখেন, তার বন্ধুরাই তার মানসিক শক্তি। তিনি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ।নিজেদের ব্যস্ত সময়ের মাঝেও দেখা করতে আসেন তার সাথে। তাই নির্ভেজাল এই বন্ধুত্বের ছবি ফ্রেন্ডশিপ ডে -এর এক আলাদা মানে তুলে ধরেছে তা বলাই যায়।

আরও দেখুন

প্রয়াত আয়ুব বাচ্চু, শোকস্তব্ধ সংগীত জগত

প্রয়াত আয়ুব বাচ্চু, শোকস্তব্ধ সংগীত জগত

Nblive অপরাজিতা জোয়ারদারঃ প্রয়াত হলেন বাংলাদেশ তথা বাংলা গানের জগতের বিখ্যাত মুখ, এই উপমহাদেশের অন্যতম …