Home > featured > প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রায়গঞ্জে
IMG 20181216 WA0000 660x330 - প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রায়গঞ্জে

প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রায়গঞ্জে

Puspa 2 wm 300x225 2 300x225 - প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রায়গঞ্জে

Dhaka 300x188 300x188 - প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রায়গঞ্জে

 

NBlive রায়গঞ্জঃ রায়গঞ্জে প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্টের শুরু হলো রবিবার। একদিনের অন্নপূর্ণা মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও ধীরেন্দ্রনাথ শর্মা মেমোরিয়াল রানার্স আপ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলা এদিন শুরু হয়েছে রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে। খেলায় অংশ গ্রহণ করছে মোট ৪ টি দল। মহিলা ফুটবলে অংশগ্রহণকারী চারটি দল হলো মানসী মহিলা ফুটবল (বিহার),হাতিয়া ফুটবল একাডেমি (রায়গঞ্জ), সরলা ফুটবল একাডেমি (কুশমন্ডি), বিজয় মিলনি ক্লাব (পতিরাম)। এদিকে সোমবার থেকে শুরু হতে চলেছে ৮৫ তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শীল্ড ও তারাপাদ মেমোরিয়াল রানার্স-আপ কাপ ফুটবল টুর্ণামেন্ট। সেখানে মোট ৮টি দল অংশগ্রহণ করতে চলেছে বলে জানা গেছে।

IMG 20181127 WA0006 300x90 - প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রায়গঞ্জে

 

saha 300x188 - প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রায়গঞ্জে

 

১৯২৭-২৮ সাল নাগাদ রায়গঞ্জ ছিল ছোট একটি চৌকি মাত্র। যদিও তখন থেকেই ক্রীড়াচর্চার দিক থেকে যথেষ্ট সুনাম অর্জন করেছিল দিনাজপুর জেলার রায়গঞ্জ। সেই সময় টাউন ক্লাব মাঠের নাম ছিল জুবিলি ময়দান। এই মাঠেই কয়েকবার ফুটবল খেলেছেন শতবর্ষ পুরনো খ্যাতনামা ফুটবল খেলোয়ার সামাদ সাহেব।
রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের পরেই সেই সময় খেলাধুলোয় অগ্রণী ভূমিকা পালন করত টাউন ক্লাব ময়দান। টাউন ক্লাবের নিজস্ব দল ঠাকুর গাঁ, দিনাজপুর, কিশানগঞ্জ সহ একাধিক জায়গায় ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহন করত। ১৯৩৯ সালে কয়েকটি সংগঠন মিলে জন্ম হয় রায়গঞ্জ ইন্সটিটিউটের। সেই সাথেই রায়গঞ্জ টাউন ক্লাব মাঠও মিশে যায় ওই সংস্থার সাথে। সেখান থেকেই সূচনা কুলদাকান্ত ফুটবল টুর্ণামেন্টের। প্রায় মাস খানেক সময় ধরে চলা ফুটবল টুর্ণামেন্ট রূপ নিত ফুটবল উৎসবে।

আরও দেখুন

raiganj murg 1 310x165 - বিদ্যুৎস্পৃষ্ট হতে আত্মঘাতী এক রায়গঞ্জে

বিদ্যুৎস্পৃষ্ট হতে আত্মঘাতী এক রায়গঞ্জে

  NBlive রায়গঞ্জঃ শরীরে বৈদ্যুতিক তার জড়িয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে …