Home > featured > পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী
IMG 20180910 WA0015 660x330 - পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

mela 300x180 - পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

IMG 20180907 WA0000 300x150 - পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

Puspa 2 wm 300x225 2 300x225 - পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

 

NBlive জলপাইগুড়িঃ এশিয়াডে স্বর্ণপদক জয়ী স্বপ্নার মায়ের গলার অলঙ্কার ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃত ওই দুষ্কৃতীর নাম জিতুয়া সিং। সে রাজগঞ্জের ইরানী বস্তির বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের খাতায় এর আগেও একাধিক অভিযোহ রয়েছে বলে জানা গেছে। এদিকে দুষ্কৃতী ধরা পড়লেও ওই অলঙ্কারের খোঁজ এখনও মেলেনি। পুলিশ অলঙ্কারের খোঁজ চালানোর পাশাপাশি জিতুয়ার সঙ্গীর খোঁজও চালাচ্ছে।

globotel 1 295x300 - পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

 

Dhaka 300x188 300x188 - পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

শনিবার ভরসন্ধ্যায় জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড়ে বাজার করতে গিয়েছিলেন স্বপ্নার মা বাসনা বর্মন ও তাঁর বোন। অভিযোগ ওঠে, কেনাকাটা সেরে স্কুটি চেপে বাড়ি ফেরার পথে নম্বরপ্লেটহীন দুটি মোটরবাইক তাঁদের পিছু নেই। এরপরেই ওই দুই বাইকে মুখ ঢাকা চার দুষ্কৃতী হ্যাচকা টান দিয়ে বাসনা দেবীর গলার সোনার অলঙ্কারটি ছিনতাই করে চম্পট দেয়।
দুষ্কৃতীদের হ্যাচকা টানে চলন্ত স্কুটি থেকে পড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাসনা দেবী। ঘটনা দেখেই ছুটে আসেন এলাকাবাসীরা। এরপরই বাসনা দেবীকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

saha 300x188 - পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

consumer 300x188 - পুলিশের জালে সোনার মেয়ে স্বপ্নার মায়ের অলঙ্কার ছিনতাইকারী

ঘটনার পর থেকেই আতঙ্কিত ছিলেন বাসনা দেবী। রাতেই মেয়ে স্বপ্নার সাথে তাঁর কথাও হয়। কান্নায় ভেঙে পড়েন তিনি। এই ঘটনার পরেই জেলা পুলিশ সুপার ছুটে আসেন স্বপ্নার বাড়িতে। পুরো ঘটনাটি শোনেন তিনি। এরপরেই নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানানো হলে রবিবার সকালে স্বপ্নার বাড়িতে পুলিশ পিকেট বসানো হয়।

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …