Home > featured > পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন
IMG 0434 wm - পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন

পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন

puspa 300x188 - পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন

Nblive রায়গঞ্জঃ আজ বিদায়। দেখতে দেখতে চারটা দিনের অবসান। আবার "আসছে বছর"- এর অপেক্ষা।

globotel 300x188 - পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন
এই চারটা দিনের জন্য বছর ভর অপেক্ষা, দিন গোনা, সাজাগোজা, কেনাকাটা - কিন্তু যেন মনে হয় নিমেষেই দিনগুলো চলে যায়।

saha 300x188 - পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন
মনখারাপ জড়িয়ে ধরে, ইচ্ছে করে "যেতে নাহি দিব"। কিন্তু প্রত্যেক বছরের মতই উমা কে বিদায় দিতে হয়। ছেলে-মেয়েকে নিয়ে উমা পাড়ি দেয় কৈলাশে, আর আমাদের মাখিয়ে দেয় স্মৃতির প্রলেপ।

Hfc 300x188 - পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন
সারা বছরের জমানো আনন্দ, হুল্লোড়, ফূর্তি - সব চারদিনেই শেষ। আবার পরের বছরের জন্য বসে থাকা। পরের বছর পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিনঃ

Dhaka 300x188 - পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন

ষষ্ঠী— ১৫ অক্টোবর, সোমবার
সপ্তমী— ১৬ অক্টোবর, মঙ্গলবার
অষ্টমী— ১৭ অক্টোবর, বুধবার
নবমী— ১৮ অক্টোবর, বৃহস্পতিবার
দশমী— ১৯ অক্টোবর, শুক্রবার

image 300x160 - পরের বছর দুর্গা পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিন

আরও দেখুন

IMG 20190214 WA0005 310x165 - বাইকের চাকায় পিষ্ট মুরগী, বচসা, গুলিবিদ্ধ এক ইসলামপুরে

বাইকের চাকায় পিষ্ট মুরগী, বচসা, গুলিবিদ্ধ এক ইসলামপুরে

  NBlive রায়গঞ্জঃ মোটরবাইকের চাকায় পিষ্ট হয়ে মুরগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি। এলাকায় ব্যাপক …