Home > featured > নভেম্বরেই এবার তাপমাত্র নামতে শুরু করেছে দার্জিলিঙে
IMG 20181116 WA0006 660x330 - নভেম্বরেই এবার তাপমাত্র নামতে শুরু করেছে দার্জিলিঙে
ঘুম স্টেশনে তুষারপাতের ফাইল ছবি

নভেম্বরেই এবার তাপমাত্র নামতে শুরু করেছে দার্জিলিঙে

Puspa 2 wm 300x225 2 300x225 - নভেম্বরেই এবার তাপমাত্র নামতে শুরু করেছে দার্জিলিঙে

 

Dhaka 300x188 300x188 - নভেম্বরেই এবার তাপমাত্র নামতে শুরু করেছে দার্জিলিঙে

 

globotel 1 295x300 295x300 - নভেম্বরেই এবার তাপমাত্র নামতে শুরু করেছে দার্জিলিঙে

NBlive ওয়েব ডেস্কঃ নভেম্বর মাসেই ক্রমশ তাপমাত্রা নামতে শুরু করেছে দার্জিলিঙ পাহাড়ে। গত বছরে এই সময়ে তাপমাত্রার সাথে কোনও মিলই নেই বলছে স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, বিগত কয়েকদিন থেকেই দার্জিলিঙের তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সারাদিন সূর্যের তেমন দেখা না পাওয়া যাওয়ার ফলে রাতে তাপমাত্র নেমে দাঁড়াচ্ছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে টাইগার হিলে বৃহস্পতিবার তাপমাত্রার পারদ নেমেছে ২ডিগ্রিতে বলে জানা গেছে। যদিও সন্ধ্যার দিকে তাপমাত্রা কিছুটা বেড়ে ৪ ডিগ্রিতে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এদিকে ঠান্ডার সাথে পাহাড়ে রয়েছে কুয়াশার দাপটও। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুমে মাঝেমধ্যে হালকা বৃষ্টিপাতও হচ্ছে। ফলে চলতি মরশুমে তুষারপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে পাহাড়ে।

 

 

saha 300x188 - নভেম্বরেই এবার তাপমাত্র নামতে শুরু করেছে দার্জিলিঙে

 

consumer 300x188 - নভেম্বরেই এবার তাপমাত্র নামতে শুরু করেছে দার্জিলিঙে

 

আরও দেখুন

IMG 20190321 WA0004 310x165 - প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, দেখে নিন একনজরে।

প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, দেখে নিন একনজরে।

    NBlive রায়গঞ্জঃ ১৮২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক …