Home > featured > দুই গোষ্ঠীর সংঘর্ষ চোপড়ায়, গুলিবিদ্ধ দুই

দুই গোষ্ঠীর সংঘর্ষ চোপড়ায়, গুলিবিদ্ধ দুই

 

NBlive রায়গঞ্জঃ দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল চোপড়ার লক্ষ্মীপুরের ডাঙাপাড়া। ঘটনায় গুলিবিদ্ধ দুই। ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে চোপড়া দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মহম্মদ সাহিব ও মহম্মদ হাসিফ নামে দুই কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হন। জানা গেছে, সংঘর্ষের মাঝে পড়ে এক ভিলেজ পুলিশও আহত হন। তিনি কানে শুনতে পাচ্ছেন না বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। মহম্মদ সাহিব ছড়রা গুলির আঘাতে জখম হয়েছেন। এদিকে মহম্মদ হাসিফের পায়ে গুলি লাগে। আহতদের উদ্ধার করে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

আরও দেখুন

LIVE: ভোট গণনা শুরু রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গণনা শুরু রায়গঞ্জে। চতুর্মুখী লড়াইয়ে সব পক্ষেই জেতার বিষয়ে আশাবাদী। তবে …