Home > featured > দুইদিন ব্যাপী ক্যুইজ্ কার্নিভালে মাতবে রায়গঞ্জ
দুইদিন ব্যাপী ক্যুইজ্ কার্নিভালে মাতবে রায়গঞ্জ

দুইদিন ব্যাপী ক্যুইজ্ কার্নিভালে মাতবে রায়গঞ্জ

Nblive রায়গঞ্জঃ আপনি কি জানেন "জন-গণ-মন অধিনায়ক"ই যে ক্যাপ্টেন রাম সিং এর কলমে ভাষা বদলে হয়ে উঠেছিল আজাদ হিন্দ ফৌজের জাতীয় সংগীত "শুভ্ সুখ্ চৈন কি বরখা বরষে"? বা, প্রথম ভারতীয় চিফ জাস্টিস(হাই কোর্ট) লীলা শেঠ গর্ভে সন্তান ধারণ করেও লন্ডনে বার এক্সামে টপ করেছিলেন এবং তৎকালীন বিদেশী সংবাদপত্রের শিরোনামে কি আখ্যা পেয়েছিলেন ? উত্তর- 'Mother-in-law', এরকম আরও চোস্ত ট্রিভিয়া জানতে হলে ও নিজ বুদ্ধিবলে 'crack' করতে চাইলে, ১৪ই ও ১৫ই আগস্ট আপনাকে আসতেই হবে রায়গঞ্জ এর ক্যারিটাস হলে। হ্যাঁ, দু-দিন ব্যাপী ক্যুইজ্ প্রতিযোগিতা বা কার্নিভাল বলা ভালো, কুলিক ক্যুইজ্ কার্নিভাল(KQC)। যাতে সামিল হবে গোটা রাজ্যের সর্বস্তরের মানুষ, যাদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রশাসনিক আধিকারিক, কেউ শিক্ষক, কেউ সমাজসেবী সঙ্গে ছাত্র-ছাত্রীরাও।

দুইদিন ব্যাপী ক্যুইজ্ কার্নিভালে মাতবে রায়গঞ্জ

নেমেসিস ক্যুইজ্ ক্লাব নামক জনা বিশেক স্কুল ছাত্র ও গুটি কয়েক কলেজ ছাত্র পরিচালিত ক্যুইজ্প্রেমী সংস্থা নিজেদের কাঁধে তুলে নিয়েছে এই সারা বাংলা ব্যাপী কার্নিভালের দায়িত্ব। যদিও গত বছর অনুষ্ঠানটি উত্তরবঙ্গে সীমাবদ্ধ ছিল, তবে এবছর, সব কিছু ছাপিয়ে জানার আগ্রহ ও তথ্য পিপাসা হাত বাড়িয়েছে দক্ষিণবঙ্গেও। এবছর নেমেসিসের পাশে দাঁড়িয়েছে রায়গঞ্জের তথ্য পিপাসুদের ঐক্য মঞ্চ 'আমরা ক্যুইজার্স'। এই দুদিন ব্যাপী কার্নিভালে বিদ্যালয় বিভাগ ক্যুইজ্ ছাড়াও সাধারণ বিভাগে রয়েছে ছটি আলাদা আলাদা বিষয়ভিত্তিক ক্যুইজ্। ছটি বিষয়ের মধ্যে রয়েছে খেলাধুলা, নারী বিষয়ক, বাংলা-বাঙালিয়ানা, মিউজিক/মুভি-এন্টারটেনমেন্ট-লিটারেচার-আর্টস(MELA), ওপেন মিক্স ব্যাগ ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ উপস্থাপনা 'ইন্ডিয়া' ক্যুইজ্। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার ও তৎসহিতে অর্থ। এবছর ক্যুইজ্মাস্টার হিসেবে দেখা যাবে উত্তরের স্বনামধন্য ক্যুইজারদের যারা নিজেরাও ভিন্ন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত।

আরও দেখুন

প্রয়াত আয়ুব বাচ্চু, শোকস্তব্ধ সংগীত জগত

প্রয়াত আয়ুব বাচ্চু, শোকস্তব্ধ সংগীত জগত

Nblive অপরাজিতা জোয়ারদারঃ প্রয়াত হলেন বাংলাদেশ তথা বাংলা গানের জগতের বিখ্যাত মুখ, এই উপমহাদেশের অন্যতম …