Home > featured > দাড়িভিটে ফের ছাত্র আন্দোলন, পরীক্ষা বয়কট নবম শ্রেণীর পড়ুয়াদের

দাড়িভিটে ফের ছাত্র আন্দোলন, পরীক্ষা বয়কট নবম শ্রেণীর পড়ুয়াদের

 

 

NBlive রায়গঞ্জঃ অঙ্ক ও ভৌত বিজ্ঞান বিষয়ের শিক্ষক না থাকার কারণে একদিনও ক্লাস হয়নি। তাই ভৌত বিজ্ঞান পরীক্ষা বয়কট নবম শ্রেণীর পড়ুয়াদের। ঘটনা ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে। নবম শ্রেণীর ছাত্র সুজয় বৈদ্যের অভিযোগ, আমরা অনেকদিন থেকে শিক্ষকের দাবী জানিয়েছি। কিন্তু অঙ্ক ও ভোট বিজ্ঞানের শিক্ষক না থাকায় একদিনও ক্লাস হয়নি। তাই অন্যান্য বিষয়ের পরীক্ষা দিলেও অঙ্ক ও ভৌত বিজ্ঞান পরীক্ষা আমরা দেবোনা। এদিন বাংলা ও ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। তবে বাংলা পরীক্ষা দিয়েই স্কুল থেকে বেরিয়ে চলে আসি। অঙ্ক পরীক্ষাও আমরা দেবো না বলে ঠিক করেছি।

শিক্ষকের অভাব থাকার বিষয়টি স্বীকার করে নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মন্ডল বলেন, আমি শুনেছি ওদের একদিনও ক্লাস হয়নি। ভৌত বিজ্ঞান ও অঙ্কের একজনই শিক্ষক রয়েছেন আমাদের স্কুলে। তিনি সুদিপ্ত কুমার সিনহা। কিন্তু দাড়িভিটের ঘটনার পর থেকে তিনি আর স্কুলে আসেন নি। তাঁর নামে ক্লাস বরাদ্দ থাকলেও সুদিপ্ত বাবুর অনুপস্থির কারণে ক্লাস হচ্ছে না। বিষয়টি সম্পর্কে উপর মহলে জানানো হয়েছিল আগেও। আজও আবার জানানো হবে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আমরা।

 

 

আরও দেখুন

উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যম

    NBlive ইসলামপুরঃ উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। ব্যাপক বোমাবাজির অভিযোগ মাদারিপুর এলাকায়। খবর …