Home > featured > তিন ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা রায়গঞ্জে, আহত তিন, আশঙ্কাজনক দুই
IMG 20180128 WA0011 wm 660x330 - তিন ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা রায়গঞ্জে, আহত তিন, আশঙ্কাজনক দুই

তিন ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা রায়গঞ্জে, আহত তিন, আশঙ্কাজনক দুই

Puspa 2 wm 300x225 - তিন ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা রায়গঞ্জে, আহত তিন, আশঙ্কাজনক দুই

Nblive রায়গঞ্জঃ তিন ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা রায়গঞ্জে, আহত তিন, আশঙ্কাজনক দুই। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পূর্ব উকিলপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল।

Dhaka 2 300x188 - তিন ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা রায়গঞ্জে, আহত তিন, আশঙ্কাজনক দুই

জানা গেছে, রবিবার প্রথমে মুখোমুখি দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর ওই দুটির ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাক এসে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন তিনজন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

saha 300x188 - তিন ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা রায়গঞ্জে, আহত তিন, আশঙ্কাজনক দুই

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকলবাহিনী। স্থানীয় মানুষ ও দমকলবাহিনীর কর্মীরা দুই ট্রাকের আহত চালক ও খালাসি কে উদ্ধার করে। এক লড়ির চালক পলাতক। পুলিশ তিনটি লড়িকেই আটক করেছে।

globotel 1 295x300 - তিন ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা রায়গঞ্জে, আহত তিন, আশঙ্কাজনক দুই

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …