Home > featured > ঠিকানায় ইসলামপুরের বদলে ঈশ্বরপুর লেখায় বাতিল হলো স্কুলের অনুমোদন

ঠিকানায় ইসলামপুরের বদলে ঈশ্বরপুর লেখায় বাতিল হলো স্কুলের অনুমোদন

 

NBlive রায়গঞ্জঃ গত কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির স্কুলের বোর্ডে ও স্কুল গাড়িতে জায়গার নাম ইসলামপুরের বদলে লেখা রয়েছে ঈশ্বরপুর। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। আর সেই বিতর্কের জেরে এবার ওই স্কুলের অনুমোদন বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। দেখা যায়, স্কুলের বোর্ড, স্কুলের গাড়ি সহ সবকটি জায়গাতেই ইসলামপুরের বদলে লেখা রয়েছে ঈশ্বরপুর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কের শুরু হয় জেলা জুড়ে। খবর পৌঁছায় মধ্যশিক্ষা পর্ষদেও। এরপরেই বৃহস্পতিবার ওই স্কুলের অনুমোদন বাতিল করা হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই অনুমোদন বাতিল করার নির্দেশ ইমেইল মারফৎ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)এর কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

 

আরও দেখুন

LIVE: ভোট গণনা শুরু রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গণনা শুরু রায়গঞ্জে। চতুর্মুখী লড়াইয়ে সব পক্ষেই জেতার বিষয়ে আশাবাদী। তবে …