Home > featured > চোপড়ায় কনস্টেবলের রহস্য মৃত্যুর তদন্তে সিআইডি – শুভেন্দু অধিকারী

চোপড়ায় কনস্টেবলের রহস্য মৃত্যুর তদন্তে সিআইডি – শুভেন্দু অধিকারী

 

NBlive রায়গঞ্জঃ চোপড়ায় পুলিশ কনস্টেবলের মৃত্যু রহস্য খুঁজতে তদন্তে নেমেছে সিআইডি। শনিবার কানকিতে এসে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর দাবী, পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনার পরেই জেলা পুলিশ সুপার ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি শুক্রবার দিনই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।

শুক্রবার চোপড়ার কলাগছে কর্তব্যরত পুলিশ কনস্টেবল মহম্মদ সাব্বির আলি রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত পুলিশ কর্মীর ডান কানে গুলির আঘাতের চিহ্ন মিলেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর কার্তুজও উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পরেই চোপড়ায় পৌঁছান জেলা পুলিশ সুপার সুমিত কুমার। সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করেন তিনি।

এদিন কানকিতে দলীয় সভায় যোগ দিতে আসেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপির সাথে কথা বলে সেলিম সাহেব সিআইডি – সিবিআইয়ের দাবী জানাচ্ছেন, কিন্তু তাঁর জেনে রাখার দরকার পুলিশ কর্মী খুনের ঘটনায় গতকালই সিআইডির একটি দল ও পুলিশ যৌথ ভাবে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তকারীরা। পুলিশ সুপার নিজেই দেখছেন বিষয়টি। মৃতের পরিবার ক্ষতিপূরণ ও চাকরিও পাবেন বলে এদিন জানিয়েছেন মন্ত্রী।

 

 

 

আরও দেখুন

উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যম

    NBlive ইসলামপুরঃ উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। ব্যাপক বোমাবাজির অভিযোগ মাদারিপুর এলাকায়। খবর …