Home > featured > গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক
IMG 20180907 WA0002 - গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

mela 300x180 - গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

Puspa 2 wm 300x225 2 300x225 - গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

Dhaka 300x188 300x188 - গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

NBlive আলিপুরদুয়ারঃ ভুয়ো প্রাথমিক স্কুল শিক্ষক গ্রেফতারের ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির তৎপরতায় গ্রেফতার হলো এই ভুয়ো শিক্ষক। এদিন আলিপুরদুয়ার উত্তরমন্ডলের অধিন মাঝেরডাবরি বি এফ পি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভুয়ো শিক্ষককে ধরে ফেলেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনুপ চক্রবর্তী। পরে ওই শিক্ষককে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে নিয়ে এলে সেখান থেকে তাকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। শিক্ষকের সাথে এই চক্রের এক পান্ডাকেও গ্রেফতার করা হয়েছে।

globotel 1 295x300 - গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

saha 300x188 - গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

জানা গেছে, গ্রেফতার ভুয়ো শিক্ষকের নাম জয়মোহন রায়। বুধবার তিনি ভুয়ো নিয়োগপত্র নিয়ে মাঝের ডাবরি বি এফ পি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন। বৃহস্পতিবার এই শিক্ষকের কাজে যোগদান সম্পর্কে জানতে পারেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনুপ চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তিনি অফিস থেকে বেরিয়ে মাঝের ডাবরির স্কুলে পৌঁছান । সেখানে গিয়ে হাতে নাতে ধরে ফেলেন ওই শিক্ষককে।

consumer 300x188 - গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

নিজের গাড়িতে বসিয়ে ওই ভুয়ো শিক্ষককে আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে নিয়ে আসেন। সেখানে ওই শিক্ষক এই চক্রের এক পান্ডা উত্তম বর্মনের কথা জানালে তাকেও ফোন করে ডেকে পাঠানো হয় প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে। এর পরেই দুইজনকে গ্রেফতার করা হয়। ধৃত দুইয়ের বাড়ি জলপাইগুড়ি জেলার ডাবগ্রামের মধ্য শান্তিনগরের আমতলায়। আলিপুরদুয়ার থানার আই সি জয়দেব ঘোষ বলেন, “ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না”।

IMG 20180907 WA0000 300x150 - গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …