Home > featured > গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে
images 22 - গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে

গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে

Puspa 2 wm 300x225 2 300x225 - গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে

 

Dhaka 300x188 300x188 - গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে

NBlive রায়গঞ্জঃ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক ব্যবসায়ীর। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যবসায়ীর নাম নিত্যগোপাল বালা (৬৫)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গেরুয়া গ্রামে।

জানা গেছে, গোয়ালপোখর থানা লাধি গ্রামের বাসিন্দা নিত্যগোপাল বালা ব্যবসা করতে চাকুলিয়া হাটে এসেছিল। কাজ সেরে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাতটা নাগাদ গেরুয়া গ্রামের কাছে এক দল দুষ্কৃতী তার পথ আটকে দাঁড়ায়। সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে নিত্যগোপাল বাবুকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ। গুলিবিদ্ধ নিত্যগোপাল বাবুকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শিলিগুড়িতে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

 

IMG 20181127 WA0006 300x90 - গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে

 

saha 300x188 - গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে

আরও দেখুন

IMG 20190321 WA0004 310x165 - প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, দেখে নিন একনজরে।

প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, দেখে নিন একনজরে।

    NBlive রায়গঞ্জঃ ১৮২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক …