Home > featured > গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে

গুলিবিদ্ধ হয়ে মৃত এক উত্তর দিনাজপুরে

 

NBlive রায়গঞ্জঃ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক ব্যবসায়ীর। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যবসায়ীর নাম নিত্যগোপাল বালা (৬৫)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গেরুয়া গ্রামে।

জানা গেছে, গোয়ালপোখর থানা লাধি গ্রামের বাসিন্দা নিত্যগোপাল বালা ব্যবসা করতে চাকুলিয়া হাটে এসেছিল। কাজ সেরে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাতটা নাগাদ গেরুয়া গ্রামের কাছে এক দল দুষ্কৃতী তার পথ আটকে দাঁড়ায়। সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে নিত্যগোপাল বাবুকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ। গুলিবিদ্ধ নিত্যগোপাল বাবুকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শিলিগুড়িতে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

 

 

আরও দেখুন

LIVE: ভোট গণনা শুরু রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গণনা শুরু রায়গঞ্জে। চতুর্মুখী লড়াইয়ে সব পক্ষেই জেতার বিষয়ে আশাবাদী। তবে …