Home > featured > গুলিতে জখম কংগ্রেস কর্মীর মৃত্যু চোপড়ায়

গুলিতে জখম কংগ্রেস কর্মীর মৃত্যু চোপড়ায়

 

NBlive রায়গঞ্জঃ চোপড়ার লক্ষ্মীপুরের ডাঙাপাড়ায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে ছড়রা গুলিতে জখম কংগ্রেস কর্মী সাহিদ আলমের মৃত্যু। সোমবার দুই গোষ্ঠী নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় দুই কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হন। গতকাল গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাহিদ আলমের। চোপড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি মহসীনের ভাই সাহিদ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা এলাকায়। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।

 

 

আরও দেখুন

LIVE: ভোট গণনা শুরু রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গণনা শুরু রায়গঞ্জে। চতুর্মুখী লড়াইয়ে সব পক্ষেই জেতার বিষয়ে আশাবাদী। তবে …