Home > featured > কেন্দ্রীয় বাহিনী না থাকায় রায়গঞ্জে ভোটকর্মীদের বুথে ঢুকতে বাধা, বচসা পুলিশের সাথে

কেন্দ্রীয় বাহিনী না থাকায় রায়গঞ্জে ভোটকর্মীদের বুথে ঢুকতে বাধা, বচসা পুলিশের সাথে

 

 

NBlive রায়গঞ্জঃ কেন্দ্রীয় বাহিনী না থাকায় রায়গঞ্জে বুথে ঢুকতে বাধা ভোট কর্মীদের। বাধা প্রদান গ্রামবাসীদের। বাহিনী না থাকায় আতঙ্কে ভোট কর্মীরাও। ঘটনা রায়গঞ্জের ৩৫/১৮৫ নম্বর আবদুলঘাটা জি এস এফ পি বুথে। স্থানীয়দের দাবী, পঞ্চায়েত নির্বাচনে দুষ্কৃতীদের দৌরাত্ম্য নজরে এসেছিল। ছাপ্পা ভোটও হয় এই বুথে। ফলে কেন্দ্রীয় বাহিনী না থাকলে এইবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। সেই কারণে ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কর্মীদের ঢুকতে দেওয়া হবেনা।

এদিকে ভোট কর্মীদের বুথে ঢুকতে বাধা দেওয়া নিয়ে পুলিশের সাথে বচসা শুরু হয় গ্রামবাসীদের। অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অসুস্থ প্রিসাইডিং অফিসারকে নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ হাসপাতালে। পুলিশের হস্তক্ষেপে অবশেষে বুথে ঢোকেন ভোটকর্মীরা।

ভোটকর্মী নির্মল কুমার সিনহা বলেন, প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর যা পরিস্থিতি তাতে ভোট নেওয়া সম্ভব নয়। ভোরে চোপড়া থেকে রওনা দিয়ে রায়গঞ্জ পৌঁছাই। আমরা ক্লান্ত। আমাদের পক্ষে ভোট নেওয়া সম্ভব নয়। তার মধ্যে এখানে যা পরিস্থিতি।

 

 

আরও দেখুন

উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যম

    NBlive ইসলামপুরঃ উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। ব্যাপক বোমাবাজির অভিযোগ মাদারিপুর এলাকায়। খবর …