Home > featured > কুলিক পক্ষীনিবাসে ক্ষণিকের অতিথি রয়্যাল বেঙ্গল টাইগার স্নেহাশিস

কুলিক পক্ষীনিবাসে ক্ষণিকের অতিথি রয়্যাল বেঙ্গল টাইগার স্নেহাশিস

 

NBlive রায়গঞ্জঃ শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে ক্ষণিকের বিশ্রাম রয়্যাল বেঙ্গল টাইগার স্নেহাশিসের। বুধবার সকালে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক থেকে গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় স্নেহাশিস। প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে পৌঁছায় সে। সেখানেই ক্ষণিকের বিশ্রাম সেরে নেয় পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার স্নেহাশিস।

বন দপ্তর সূত্রে জানা গেছে, শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক থেকে কলকাতা আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে স্নেহাশিসকে। সেখানে উপস্থিত দুই বাঘিনির মধ্যে যে কোনও একজনের সাথে প্রজনন ঘটানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্নেহাশিসকে।

 

আরও দেখুন

LIVE: ভোট গণনা শুরু রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গণনা শুরু রায়গঞ্জে। চতুর্মুখী লড়াইয়ে সব পক্ষেই জেতার বিষয়ে আশাবাদী। তবে …