Home > featured > কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নব নির্মিত দ্বিতীয় তল ভবনের উদ্বোধন

কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নব নির্মিত দ্বিতীয় তল ভবনের উদ্বোধন

NBlive রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নব নির্মিত দ্বিতীয় তলের শুভ উদ্বোধন হলো রবিবার। উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক পাল নব নির্মিত ভবনের উদ্বোধন করেন। অনারম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ নর্থ বেঙ্গল এন্ড সিকিম জার্নালিস্টের সম্পাদক তথা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক ও কনফেডারেশন অফ নর্থ বেঙ্গল এন্ড সিকিম জার্নালিস্টের সভাপতি অলিপ মিত্র, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

 

 

আরও দেখুন

উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যম

    NBlive ইসলামপুরঃ উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। ব্যাপক বোমাবাজির অভিযোগ মাদারিপুর এলাকায়। খবর …