Home > featured > কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জের মেয়ে সোনিয়া
IMG 20180311 WA0008 1 660x330 - কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জের মেয়ে সোনিয়া

কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জের মেয়ে সোনিয়া

Puspa 2 wm 300x225 - কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জের মেয়ে সোনিয়া

NBlive রায়গঞ্জঃ ১৮ তম এশিয়ান গেমসের ইনভিটেশন টুর্নামেন্টে ৪০০ মিটার দৌড় প্রতিযোগীতায় সোনা জিতে আন্তর্জাতিক স্তরে শহরের নাম গৌরবান্বিত করেছিল রায়গঞ্জের মেয়ে সোনিয়া বৈশ্য।

Dhaka 300x188 - কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জের মেয়ে সোনিয়া

রায়গঞ্জের নেতাজিপল্লী এলাকার বাসিন্দা সোনিয়া এশিয়ান গেমসে ইনভিটেশন টুর্নামেন্টে দেশের হয়ে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে জাকার্তায় গিয়েছিল। সেখানেই এশিয়ার অন্যান্য দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করে সোনা জয় করেছিল সোনিয়া।

saha 300x188 - কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জের মেয়ে সোনিয়া

এবার আরও একধাপ এগিয়ে অস্ট্রেলিয়ায় গোলকোস্টে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে রায়গঞ্জ তথা জেলার গর্ব সোনিয়া বৈশ্য। ৪০০ মিটার দৌড় প্রতিযোগীতায় সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ডাক পেয়েছে। ইতিমধ্যেই পাঞ্জাবের পাটিয়ালাতে অনুশীলন শুরু করে দিয়েছে সোনিয়া। ১৮ তম এশিয়ান গেমসের ইনভিটেশন টুর্নামেন্টে সোনা জয়ের পর এবার কমনওয়েলথ গেমসেও সোনা জয় করার স্বপ্ন এখন সোনিয়ার।

globotel 1 295x300 - কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জের মেয়ে সোনিয়া

আগামী ৪ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার গোলকোস্টে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। আর সেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ডাক পাওয়ার পরেই খুশির হাওয়া সোনিয়ার পরিজনদের মধ্যে। এদিন সোনিয়ার নেতাজীপল্লীর বাড়িতে তাঁর পরিজনদের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস। কমনওয়েলথ গেমসে সোনীয়ার সাফল্য কামনা করেন তাঁরা।

IMG 20180311 WA0009 300x200 - কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জের মেয়ে সোনিয়া

আরও দেখুন

IMG 20190217 WA0002 310x165 - নির্বাচনের আগে বক্তার খোঁজে ডিওয়াইএফআই, চলছে বক্তৃতা আড্ডা পিকনিক

নির্বাচনের আগে বক্তার খোঁজে ডিওয়াইএফআই, চলছে বক্তৃতা আড্ডা পিকনিক

  NBlive রায়গঞ্জঃ লোকসভা ভোটের আগে ভালো বক্তার খোঁজে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। বনভোজনকে সামনে …