Home > featured > ইসলামপুর উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেস ও বিজেপির

ইসলামপুর উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেস ও বিজেপির

 

NBlive রায়গঞ্জঃ তৃণমূলের পর বিজেপি কংগ্রেস ও সিপিএম ও ইসলামপুর উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা করল। বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে, সৌম্যরূপ মন্ডলকে৷ কংগ্রেস প্রার্থী করেছে মুজাফর হোসেনকে। এবং বামেরা প্রার্থী করেছে স্বপন গুহ নিয়োগীকে।

চার দলের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথেই ফের উত্তর দিনাজপুরের ইসলামপুর সরগরম নির্বাচন নিয়ে।

আরও দেখুন

উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যম

    NBlive ইসলামপুরঃ উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। ব্যাপক বোমাবাজির অভিযোগ মাদারিপুর এলাকায়। খবর …