Home > featured > ইতিহাস সৃষ্টির পথে শহর, খোলা আকাশের নিচে থিয়েটার ফেস্ট শুরু হচ্ছে রায়গঞ্জে
IMG 20180125 WA0000 660x330 - ইতিহাস সৃষ্টির পথে শহর, খোলা আকাশের নিচে থিয়েটার ফেস্ট শুরু হচ্ছে রায়গঞ্জে

ইতিহাস সৃষ্টির পথে শহর, খোলা আকাশের নিচে থিয়েটার ফেস্ট শুরু হচ্ছে রায়গঞ্জে

Puspa 2 wm 300x225 - ইতিহাস সৃষ্টির পথে শহর, খোলা আকাশের নিচে থিয়েটার ফেস্ট শুরু হচ্ছে রায়গঞ্জে

 

Nblive রায়গঞ্জঃ রায়গঞ্জ তরুণ নাট্য সমাজের আয়োজনে " North Bengal Open Air Theatre Fest" শীর্ষক নাট্যোৎসব অনুষ্ঠিত হতে চলেছে ১০ ও ১১ ফেব্রুয়ারি। প্রসেনিয়াম আর্চের বাইরে খোলা আকাশের নীচে এহেন নাট্যোৎসব উত্তরবঙ্গে এই মুহূর্তে একমাত্র।

Dhaka 2 300x188 - ইতিহাস সৃষ্টির পথে শহর, খোলা আকাশের নিচে থিয়েটার ফেস্ট শুরু হচ্ছে রায়গঞ্জে

রাজনৈতিক কিংবা সামাজিক আন্দোলন সহ একাধিক প্রয়োজনে পথনাটকের ইতিহাস দীর্ঘদিনের। উন্মুক্ত স্থানে নাটকগুলি অভিনীত হয় বলে অভিনেতা-অভিনেত্রী ও দর্শকদের মধ্যে তৈরি হয় সরাসরি সংযোগ। আর এই সরাসরি সংযোগের কারণে বিভিন্ন সংগঠনের কাছেই পথনাটক, বেশ আকর্ষণীয় একটি প্রস্তাব।

globotel 1 295x300 - ইতিহাস সৃষ্টির পথে শহর, খোলা আকাশের নিচে থিয়েটার ফেস্ট শুরু হচ্ছে রায়গঞ্জে

প্রসেনিয়াম আর্চের বাইরে বেড়িয়ে অনাড়ম্বর এই শিল্প শাখার প্রতি উৎসাহ দেখিয়েছে রায়গঞ্জ তরুণ নাট্য সমাজ। সংস্থার সম্পাদক দীপাঞ্জন ঘটক বলেছেন, " অন্য অনেক দলের মতো আমরাও প্রসেনিয়াম আর্চের মধ্যেই নাট্যচর্চা করি। তবে মানুষের সাথে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে পথনাটকের বিকল্প নেই। ভীষণ অস্থির অসহিষ্ণু একটা সময় চলছে। এবং এই সময়ে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে মানুষের কাছে পৌঁছে যাওয়াটা জরুরি। খুব স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার তাগিদেই আমাদের আয়োজন- North Bengal Open Air Theatre Fest।"

ইঁদুর দৌড়ের বর্তমান মরশুমে উত্তরবঙ্গের একমাত্র পথনাটকের এই উৎসবকে ঘিরে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করছে বিভিন্ন নাট্যদল।

saha 300x188 - ইতিহাস সৃষ্টির পথে শহর, খোলা আকাশের নিচে থিয়েটার ফেস্ট শুরু হচ্ছে রায়গঞ্জে

"সংস্কৃতিপ্রেমী মানুষের সদর্থক উৎসাহে আমরা ভীষণভাবে আপ্লুত" বলে জানান আয়োজক সংস্থার সভাপতি অরূপ মিত্র। তিনি ১০ ও ১১ ফেব্রুয়ারি, North Bengal Open Air Theatre Fest 2018, সফলভাবে পরিচালনার জন্য শহরের প্রতিটি মানুষ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক ও মানসিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …