Home > featured > ইটাহারে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত পলাতক
IMG 20190114 WA0015 660x330 - ইটাহারে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত পলাতক

ইটাহারে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত পলাতক

NBlive ইটাহারঃ মায়ের খুনের বদলা হিসেবে বাবাকে খুন। এমনই অভিযোগ উঠল এক ছেলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার সুরুন-১ গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রান গ্রামে। মৃতের নাম রঞ্জিত দাস ( ৫৫)। অভিযুক্ত ছেলে রাকেশ দাস ঘটনার পর থেকে পলাতক। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, "ইটাহারে ছেলের হাতে বাবা খুনের ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে ইন্দ্রানের বাসিন্দা রঞ্জিত দাসের হাতে খুন হয়েছিলেন তারই স্ত্রী রূপা দাস। অভিযোগ, রঞ্জিত দাস তার স্ত্রীকে পিটিয়ে খুন করেছিল। এই খুনের ঘটনায় রঞ্জিত দাসের জেলও হয়। সেই সময় তাদের ছেলে রাকেশ দিল্লিতে কাজে ছিলেন। কিছুদিন আগে ছেলে রাকেশ দিল্লি থেকে ইটাহারে আসেন। ফিরে এসে সে জানতে পারে তার মা রূপাদেবীকে তার বাবাই মদ্যপ অবস্থায় পিটিয়ে মেরে ফেলেছিল। শুধু তাই নয়, এখনও প্রায় প্রতিদিনই রঞ্জিত দাস মদ্যপ অবস্থায় বাড়ি এসে সংসারে চরম অশান্তি করে। গতকাল রাতে ছেলে রাকেশের সাথে এই বিষয় নিয়ে বচসা বাধে বাবা রঞ্জিত দাসের। বচসা চলাকালীন রাকেশ আচমকাই ভোঁতা কোনও অস্ত্র দিয়ে রঞ্জিতের মাথায় আঘাত করে। এর পর গুরুতর জখম অবস্থায় তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। টানা কয়েক ঘন্টা লড়াইয়ের পর সোমবার সকালে মৃত্যু হয় রঞ্জিত দাসের। ঘটনার পর থেকেই পলাতক বাবাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছেলে রাকেশ দাস। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …