Home > featured > আদা বোঝাই ট্রাকে ১১৭ কেজি গাঁজা, গ্রেফতার দুই
IMG 20170118 WA0005 660x330 - আদা বোঝাই ট্রাকে ১১৭ কেজি গাঁজা, গ্রেফতার দুই

আদা বোঝাই ট্রাকে ১১৭ কেজি গাঁজা, গ্রেফতার দুই

Nblive জলপাইগুড়িঃ আদা বোঝাই ট্রাকে মিলল ১১৭ কেজি গাঁজা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ এদিন ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী একটি ট্রাককে আটকায়।

তল্লাশি চালিয়ে দেখা যায় ট্রাক বোঝাই আঁদার বস্তার মাঝে ১১৭ কেজি গাঁজা। ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন হেমরাজ সিং এবং পুস্পেন্দার সিং।ধৃতরা দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, ট্রাকটিতে আদা বোঝাই করে গৌহাটি থেকে ফিরোজাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তদন্ত শুরু করা হয়েছে।

আরও দেখুন

IMG 20190321 WA0004 310x165 - প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, দেখে নিন একনজরে।

প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, দেখে নিন একনজরে।

    NBlive রায়গঞ্জঃ ১৮২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক …