Home > featured > আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই

 

NBlive রায়গঞ্জঃ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চাকুলিয়া থানার পুলিশ। ধৃত দুইজনের থেকে একটি ওয়ান সাটার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা গোয়ালপোখর ও ছুটিপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে চাকুলিয়া বাজার এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধৃত দুই দুষ্কৃতী ডাকাতির ছক কষতেই মিলিত হয়েছিল।

 

আরও দেখুন

LIVE: ভোট গণনা শুরু রায়গঞ্জে

    NBlive রায়গঞ্জঃ গণনা শুরু রায়গঞ্জে। চতুর্মুখী লড়াইয়ে সব পক্ষেই জেতার বিষয়ে আশাবাদী। তবে …