Home > featured > অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল
IMG 20181025 WA0000 660x330 - অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল

অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল

Puspa 2 wm 300x225 2 300x225 - অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল

Dhaka 300x188 300x188 - অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল

NBlive ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার থেকে রেলের অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল। যাত্রী হয়রানি ও ঝক্কিঝামেলা কমাতে এই নয়া উদ্যোগ নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়িয়ে এবার প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই স্মার্টফোন থেকে অ্যাপস এর মাধ্যমে অসংরক্ষিত আসন, সিজন টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবে যাত্রীরা।

 

IMG 20181023 WA0001 150x300 - অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল

saha 300x188 - অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল

উত্তর পূর্ব সীমান্ত রেল সূতে জানা গেছে, ইউটিএস (ইউনিভারসাল টিকিটিং সিস্টেম) অ্যাপ চালু করছে এনএফ রেল। এই অ্যাপ অ্যানড্রোয়েড, উইন্ডোজ ও আইফোনে ডাউনলোড করে নিলে উত্তর পূর্ব সীমান্ত রেলের যে কোনও স্টেশন থেকে তা কার্যকর হবে। এবং লাইনে না দাড়িয়েই অসংরক্ষিত আসনের টিকিট কেটে ফেলতে পারবেন যাত্রীরা।

IMG 20180907 WA0000 300x150 - অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল

consumer 300x188 - অসংরক্ষিত আসনে টিকিট কাটার জন্য অ্যাপ চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল

 

এই অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিট ও সিজন টিকিটও কাটা যাবে বলে জানা গেছে। এছাড়াও মেয়াদ শেষের দশ দিন আগে এই অ্যাপ থেকেই তা নবীকরণ করা যাবে বলেও জানা গিয়েছে রেল সূত্রে। রেলের দাবী, টিকিট কাটার লাইনে ভিড় থাকার অজুহাত দিয়ে অনেক যাত্রীই বিনা টিকিটে যাত্রা করে থাকে। পরিষেবা চালু হওয়ার ফলে এই অজুহাত আর দিতে পারবেন না কেউ। পাশাপাশি যাত্রীদেরও ঝঞ্ঝাট দূর হবে।

আরও দেখুন

IMG 20190217 WA0001 310x165 - 'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

'শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট রায়গঞ্জের যুবকের

  NBlive রায়গঞ্জঃ জঙ্গীদের নিধন করে কাশ্মীরের পুলওয়ামায় শহীদ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চান। যোগ …